কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৫ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৯ পিএম
বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘কার নেতৃত্বে রাজনীতি করবেন? আপনাদের নেত্রী তো পালিয়ে গেছে।’
রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রেসকাব সংলগ্ন মাঠে মোশাররফ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। সরকার পরিবর্তনের পর মোশাররফ হোসেন আজ প্রথম নিজের নির্বাচনী এলাকা কলাপাড়ায় আসেন।
তিনি বলেন, ‘খুনী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ৬০ হাজার কোটি টাকা লুটে নিয়েছে হাসিনা, রেহেনা, জয় ও টিউলিপ। লাখ লাখ কোটি টাকা পাচার করেছে মন্ত্রী, এমপিসহ তাদের নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে যান নাই। আমাদের তিন হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে। নেত্রী বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। সভা, সমাবেশ করতে দেওয়া হয় নাই। ১৬ বছর পর আপনাদের সামনে দাঁড়িয়েছি।’
এবিএম মোশাররফ হোসেন বলেন,‘অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যারা লুট করেছে, গণহত্যা চালিয়েছে তাদের বিচার এদেশের মাটিতে হতে হবে। প্রত্যেকটি হত্যার বিচার এই দেশের মাটিতে হতে হবে। আওয়ামী লীগ বিচার বিভাগকে কলঙ্কিত করেছে। র্যাব, পুলিশসহ যারাই দুর্নীতি, অন্যায় করেছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না, চাঁদাবাজি, জমি দখল করা যাবেনা। কেউ যদি এসব অপরাধে জড়ান, সে যত বড় নেতাই হোন- তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে দল থেকে কেন্দ্রীয় নেতাদেরও বহিষ্কার করা হয়েছে।’
উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি নেতা পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক প্রমুখ।
সংবর্ধনা স্থলে পৌঁছলে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবিএম মোশাররফ হোসেনকে। অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলওয়াত ও আওয়ামী দুঃশাসনে গুম, খুনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। প্রায় দেড় যুগ পর এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়া আগমন ঘিরে দুপুর থেকেই প্রেসকাব সংলগ্ন মাঠে মিছিল নিয়ে জড়ো হতে থাকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকাল নাগাদ সংবর্ধনা স্থল জনসমুদ্রে পরিণত হয়।