রাজশাহী অফিস
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৮ পিএম
আওয়ামী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ রয়েছে সেগুলোর পুনঃতদন্ত দাবি করা হয়েছে। উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে এসব মামলা সম্পর্কে অভিযোগ গ্রহণ ও পরে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) রাজশাহীতে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজন করা মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। নগরের রেলগেট এলাকায় বেলা ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেনÑ ভুক্তভোগী রাজিব, সাংবাদিক এহেসান হাবীব তারা, আকতাবুল, আলম, সৌরভ, নূর নবী, মাসুদ রানা রাব্বানী প্রমুখ। বক্তারা মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
বক্তারা বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান সাদা পোশাকে নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকারের বাড়ি যান। তার ছেলে রাজিবকে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগরীর শিমলা বাগানে তুলে নিয়ে যান। এরপর মাহবুব মাসুদকে মোবাইল ফোনে জানান, এখনই ৫ লাখ টাকা না দিলে ছেলেকে ক্রসফায়ারে দেওয়া হবে। ভয়ে মাসুদ এসআই মাহবুবের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। কিন্তু তারপরেও রাজিবকে ছাড়া হয়নি। পরদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর রাজিব জামিন পেলেও মামলা এখনও চলমান।
বক্তারা আরও বলেন, এমন ভুক্তভোগী রাজিব হাজার হাজার আছে। আবার মাহবুবের মতো অসাধু পুলিশ কর্মকর্তাও হাজার হাজার আছে। তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। পরিবারগুলো মামলা টানতে টানতে হয়রান হয়ে পড়েছে। এত দিন তারা ভয়ে মুখ খুলতে পারেনি। এখন কথা বলার মতো পরিবেশ তৈরি হওয়ায় সবাই নির্যাতনের কথা প্রকাশ করছে। এখন সময় এসেছে অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
বক্তারা বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দিনে যে সমস্ত মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ আছে সেগুলোর তথ্য সংগ্রহ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, সরকার যেন উচ্চপর্যায়ের একটি কমিটি করে মিথ্যা মামলার ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করে। এরপর মামলাগুলোর যেন বিচার বিভাগীয় তদন্ত হয়। পুনঃতদন্ত করলে হাজার হাজার মিথ্যা মামলা সামনে আসবে। ভুক্তভোগী পরিবারগুলো মুক্তি পাবে। তখন অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।