× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের বাস ভাড়া ৩০ শতাংশ কমল

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩১ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫ পিএম

শিক্ষার্থীদের বাস ভাড়া ৩০ শতাংশ কমল

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন শফিকুল ইসলাম। তিনি বলেন, জেলার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাস ভাড়া ৩০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। আজকের পর থেকে শিক্ষার্থীরা সপ্তাহে ছয় দিন এ ভাড়ায় যাতায়াত করতে পারবেন। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র অবশ্যই দেখাতে হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় ১২২ জন হতাহত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে নিহত রাব্বি, ফরহাদ, রাজুÑ এ তিনজনের নামে সেতুসহ সড়কের নামকরণ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর অনুমোদনও দিয়েছে। কলেজের শিক্ষার্থীদের জন্য নিরাপদ উন্মুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। লেখাপড়ার মান উন্নয়নে আমরা শিক্ষকদের সঙ্গে কাজ করব।

শফিকুল ইসলাম বলেন, বানভাসি মানুষদের জন্য শিক্ষার্থীদের প্রচেষ্টায় এ পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৮১৩ টাকা বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে সংগ্রহ করা হয়েছে। এ অর্থ থেকে ১ লাখ ৭৭ হাজার ৯৮২ টাকার খাদ্যসামগ্রী কেনা হয়েছে। অবশিষ্ট ১ লাখ ১৯ হাজার ৮৪৯ টাকা বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য দেওয়া হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা