মাদ্রাসাছাত্রী নুসরাতের মৃত্যু
সোনাগাজী (ফেনী) প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫ পিএম
সংবাদ সম্মেলনে দণ্ডিত কলেজছাত্র সাইফুর রহমান জোবায়েরের পিতা আবুল বশর। প্রবা ফটো
ফেনীর সোনাগাজীতে আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় বাতিল করে পুনঃতদন্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন দণ্ডিত কলেজছাত্র সাইফুর রহমান জোবায়েরের পিতা আবুল বশর।
রবিবার (১ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নুসরাত জাহান রাফির আত্মহত্যার ঘটনাকে তৎকালীন আওয়ামী প্রশাসন ভিন্ন খাতে প্রবাহিত করে হত্যাকাণ্ড সাজিয়ে আমার সন্তান সাইফুর রহমান জোবায়েরসহ ১৬ জনের মৃত্যদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল তা বাতিলসহ প্রকৃত ঘটনা উদঘাটন করতে এবং বিচার বিভাগীয় পুনঃতদন্তে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।
তিনি আরও বলেন, গত ২০১৯ সালের ৬ এপ্রিল তারিখে আলিম পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে মাদ্রাসা ভবনের ছাদ থেকে শরীরে আগুনসহ দৌড়ে নিচে নামে নুসরাত। পাবলিক পরীক্ষার নিরাপত্তার জন্য সরকারি বিধি মোতাবেক তখন মাদ্রাসা ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি ছিল। দায়িত্বে নিয়োজিত পুলিশ, শিক্ষক ও পরীক্ষার্থীগণ ব্যতীত মাদ্রাসার ভিতরে আর কারও থাকার সুযোগ ছিল না।
চিকিৎসারত অবস্থায় ১০ এপ্রিল তারিখে নুসরাতের মৃত্যু হলে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে একপক্ষ এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা তদবির করে এবং নুসরাতের পরিবার ও তদন্ত সংস্থা পিবিআইকে টাকা দিয়ে প্রভাবিত করে। তারা আমার ছেলেসহ অন্য আসামিদের রিমান্ডে এনে নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে। পর্যাপ্ত তথ্য না থাকলেও মিডিয়া ট্রায়ালকে গুরুত্ব দিয়ে আসামিদের বিরুদ্ধে ২০১৯ সালে মৃত্যুদণ্ড ঘোষণা করেন বিচারিক আদালত।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার যখন আওয়ামী লীগ সরকারের সব দুর্নীতি ও বেআইনি কর্মকাণ্ড তদন্ত করছে তখন এক অসহায় বাবা হয়ে আকুতি জানাচ্ছি নুসরাতের মৃত্যুর প্রকৃত ঘটনা জাতিকে জানাতে এবং আওয়ামী প্রশাসনের নির্লজ্জ মিথ্যাচারের ফিরিস্তি উদঘাটন করতে।