× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে মাকে বেঁধে আগুন দিল মাদকাসক্ত ছেলে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৯ পিএম

ঘরে মাকে বেঁধে আগুন দিল মাদকাসক্ত ছেলে

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের টাকা না পেয়ে মাকে ঘরে বেঁধে আগুন দিল মাদকাসক্ত ছেলে। রবিবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাবেদ হোসেন (২৮) পলাতক রয়েছেন। 

এলাকাবাসী জানায়, মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে প্রায় ঝামেলা করে জাবেদ। ঘরের আসবাবপত্রও ভাঙচুর করে। ছয় বোনের একমাত্র ভাই হওয়ায় জাবেদের অত্যাচার গত আট বছরেরও বেশি সময় ধরে সহ্য করছে পরিবারটি।

গত শনিবার রাতেও মায়ের সঙ্গে মাদকের টাকার জন্য ঝামেলা করে। একপর্যায়ে পরনে থাকা জামা দিয়ে মায়ের গলা পেঁচিয়ে ধরেন। পরবর্তীতে মাকে ঘরে বেঁধে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান জাবেদ। পরবর্তীতে মা ওহিদা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসে ফোন করা হলেও তারা পৌঁছানোর আগেই পুড়ে যায় ঘরটি।

জাবেদের বোন কামরুন নাহার বলেন, ‘আমার ভাই মাদকাসক্ত। সে ঘরে আগুন লাগিয়েছে। আমরা বিচার চাই। মায়ের কাছে ৫০ হাজার টাকা চেয়েছে সে। আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

তফুরা বেগম নামে এক প্রতিবেশী বলেন, ‘রাতে মায়ের সঙ্গে জাবেদের তুমুল ঝগড়া হয়েছে। একপর্যায়ে সে ঘরে আগুন লাগায়। হঠাৎ চারদিক আলোকিত হয়ে যাওয়ায় আমরা ছুটে এসে তাকে উদ্ধার করি।’ 

মা ওহিদা বেগম (৬০) বলেন, ‘স্বামীর শেষ সম্বল শেষ করে দিয়েছে আমার ছেলে। প্রতিদিন আমাকে টাকার জন্য মারধর করে। মেয়েদের বাড়িতে আসতে দেয় না। আমার একমাত্র ছেলে। সে যেন সুস্থ হয়। এটাই আমার চাওয়া। তবুও আমি ছেলের বিচার চাই।’ 

ঘটনার পর গতকাল সন্ধ্যায় ওহিদা বেগম বাদী হয়ে রায়পুর থানায় একটি অভিযোগ করেন। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা