× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুক পোস্টে বিএনপি নেতাকর্মীদের হুমকি থানায় অভিযোগ

হাওরাঞ্চল (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪২ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫২ পিএম

ফেসবুক পোস্টে বিএনপি নেতাকর্মীদের হুমকি থানায় অভিযোগ

নেত্রকোণার মোহনগঞ্জে সুজন খান নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতার ফেসবুকে দেশীয় অস্ত্রের ছবি আপলোড করে বিএনপির নেতাকর্মীদের হুমকির অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় রবিবার (১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজ উদ্দিন তালুকদার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সুজন খানসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজ উদ্দিন তালুকদার ফেসবুক আইডিতে পোস্ট শেয়ার করেন। ওই পোস্টের জেরে উপজেলার শেওড়াতলী গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন খান তার ফেসবুক আইডিতে দেশীয় অস্ত্রের ছবি আপলোড করে বিএনপির নেতাকর্মীদের হুমকিস্বরূপ পোস্ট শেয়ার করেন। পোস্টের স্ট্যাটাসে তিনি বিএনপির যাকে পাবে তার ওপরই হাত চালাতে এবং জোগাল (অস্ত্র) তারা দেবেন বলে উল্লেখ করেন। এমনকি মোহনগঞ্জকে বিএনপিমুক্ত করারও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি পেলে ছাত্রলীগকে খবর দিতেও আহ্বান জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান বলেন, ‘সুজন, হীরাসহ তার ভাই-ভাতিজারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারী হিসেবে পরিচিত। তারা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের ওপর নানাভাবে অত্যাচার-নির্যাতন করেছে। মিথ্যা মামলায় জড়িয়ে মানুষজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।’ ওই দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানান তিনি। 

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, ‘অভিযোগটি জিডি (সাধারণ ডায়েরি) হিসেবে গ্রহণ করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের নির্দেশনাক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা