লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১২ এএম
লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রবা ফটো
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন, মা-বোনেরা ভোট দেওয়ার কথা ভুলে গেছেন, ভুলে যাওয়া ভোট পুনরায় আমাদের ফিরিয়ে আনতে হবে। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সেটা অনুভবে না, এটার সুফল আপনাদের পেতে হবে।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কর্নেল অলি আহমদ। পরে তিনি বন্যাদুর্গত মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ত্রাণ বিতরণ করেন।
কর্নেল অলি আহমদ বলেন, ‘অকাতরে জীবন বিলিয়ে দিয়ে ছাত্র-জনতা দেশ স্বাধীন করেছে। এত রক্ত, এত ঐক্য ৮৬ বছর বয়সে আমি দেখিনি। পৃথিবীর কোনো দেশেই এমন ঐক্য নেই। বাংলাদেশে আপনারা শিখেছেন কীভাবে জীবন বিলিয়ে দিতে হয়। আপনারা শিখেছেন কীভাবে দেশ রক্ষা করতে হয়। আমাদের যোগ্য ভাইয়েরা, যোগ্য ছেলেরা এ দেশ রক্ষার করার জন্য প্রস্তুত।’
পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়া প্রমুখ।