× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার প্রভাব পড়েনি খুলনায়

খুলনা অফিস

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১১ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৪ পিএম

রবিবার দুপুরে সরেজমিনে খুমেক হাসপাতালের সব বিভাগে চিকিৎসকদের সেবা দিতে দেখা গেছে। প্রবা ফটো

রবিবার দুপুরে সরেজমিনে খুমেক হাসপাতালের সব বিভাগে চিকিৎসকদের সেবা দিতে দেখা গেছে। প্রবা ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও চিকিৎসককে মারপিটের ঘটনার প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণার প্রভাব পড়েনি খুলনার হাসপাতালগুলোতে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালসহ সব হাসপাতালেই স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে ইন্টার্ন চিকিৎসকরা বিকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে খুমেক হাসপাতাল, আবু নাসের হাসপাতাল ও ২৫০ শয্যা খুলনা জেনারেল হাসপাতাল ঘুরে চিকিৎসকদের সেবা দিতে দেখা গেছে। তবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের খুলনা শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন রবিবার সন্ধ্যায় তাদের জরুরি সভা থেকে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, খুমেক হাসপাতালের কার্যক্রম অন্যান্য দিনের মতোই চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় ডাক্তারদের মধ্যে কিছুটা উত্তেজনা রয়েছে কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে। তবে ইন্টার্ন চিকিৎসকরা ঢাকার চিকিৎসকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে কাজ থেকে বিরত থাকতে চায়। সেটা তাদের নিজস্ব ব্যাপার।  

খুমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. আকতারুজ্জামান জানান, যদিও ঢাকা মেডিকেলের ঘটনায় চিকিৎসকরা ক্ষুব্ধ, তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা বিএমএ’র কোনো সিদ্ধান্ত না আসায় খুমেক হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে যায়নি।  

খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের পরিচালক শেখ আবু শাহীন জানান, চিকিৎসকরা অন্যান্য দিনের মতোই তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। ঢাকার ঘটনায় ও কমপ্লিট শাটডাউন ঘোষণার বিষয়ে হাসপাতালের কাজে কোনো প্রভাব পড়েনি। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা যেটা ঘোষণা করেছেন সেটি ওই হাসপাতাল কেন্দ্রিক। দেশব্যাপী কোনো ঘোষণা নয়। সে কারণে খুলনায়ও চিকিৎসকরা নিরাপত্তার বিষয়ে শঙ্কিত হলেও শাটডাউন কর্মসূচিতে এখনও অংশ নেয়নি। 

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু রাশেদ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর খুলনার চিকিৎসকরাও অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছে। তবুও এখানে কেউই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। কাজ স্বাভাবিক রকমই চলছে। এখনও কোনো সমস্যা হয়নি।  

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডা. তাহমিদ আল মাশরুর জানান, ইন্টার্নি চিকিৎসকরা রবিবার বিকাল থেকে কর্মবিরতি পালন করছেন। সোমবার দুুপুরে সমাবেশ আহ্বান করা হয়েছে। সেখান থেকে পরবর্তী কমর্সূচি ঘোষণা করা হবে। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা সোমবার মেডিকেল কলেজের সামনে অবস্থান কমর্সূচি ঘোষণা করেছে।            

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের খুলনা শাখার সভাপতি ডা. বাহারুল আলম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা সব সময়ই দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য দাবি জানিয়ে আসছেন। কিন্তু চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। রবিবার সন্ধ্যায় বিএমএ’র সভায় সবার মতামতের ভিত্তিতে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা