পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৫ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২০:২১ পিএম
নিহত শাকিল হোসেন। ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল হোসেন নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাধানগড় ইউনিয়নের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় আটোয়ারী-বোদা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শাকিল হোসেন রাধানগড় ইউনিয়নের বড়দাপ বামনদিঘী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেল করে আটোয়ারী বাজারে যাচ্ছিলেন শাকিল। এ সময় বাইকটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আবু মুসা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। মরদেহ সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।’