ময়মনসিংহ (শহর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২৩:০৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ২১:৩৪ পিএম
নিহত হোসেন আলী সরকার। প্রবা ফটো
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিবেদক শফিক সরকারের পিতা হোসেন আলী সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪ টায় মুক্তাগাছা উপজেলার রঘুনাথপুর নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
তিনি বড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়াও রঘুনাথপুর জামিয়া মাদানিয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার সভাপতি ও রঘুনাথপুর নতুন বাজার কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নাান সমস্যা ভুগছিলেন।
হোসেন আলী সরকারের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুক্তাগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শনিবার সকাল ১০ টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।