× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনে হতাহতদের পরিবারকে বিএনপি নেতার সহায়তা

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২২:৫৪ পিএম

আন্দোলনে হতাহতদের পরিবারকে বিএনপি নেতার সহায়তা

যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। এ স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারকে সব সময় মনে রাখতে হবে। কোনো সহায়তার মাধ্যমে তাদেরকে স্বীকৃতি দেওয়া ও মূল্যায়ন করা যাবে না। জাতি হিসেবে আমরা তাদের মনে রাখব। গাজীপুরের শ্রীপুরের মাওনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত দুই পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে এসে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টায় শ্রীপুর পৌরসভার দারগাচালা এলাকার শুক্কর আলীর ছেলে নিহত হাফেজ শরিফুল ইসলাম এবং গুলিবিদ্ধ হয়ে আহত শাকিলকে দেখতে আসেন। এ সময় তিনি ওই দুই পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা দেন।

তিনি আরও বলেন, আপনার জানেন দীর্ঘদিন যাবত এদেশে নির্যাতন, অত্যাচার চলে আসছিল। দুর্নীতি, সন্ত্রাসের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আমরা আশা করছি এ পরিবর্তনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং দেশ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত হবে। এলাকার মানুষ শান্তিতে, স্বস্তিতে বসবাস করতে পারবে। নির্ভয়ে চলাচল করতে পারবে। মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ছিল, সে অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন প্রধান, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, পৌর যুবদলের সদস্যসচিব আবু তাহের প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের অ্যাডভোকেট মাহিদুল ইসলাম নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সামসুল হক শ্যামল। পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা