কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২২:৪৫ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে নাট মন্দির ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় একজনকে গণধোলাই দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকায় নাট মন্দিরে হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের কর্মী লেবু মিয়া ৩০-৪০ লোকজন নিয়ে এসে সফিপুর বাজার রঙ্গারটেক এলাকার নাট মন্দিরের বাউন্ডারি ভেঙে ভেতরে ঢোকে। পরে তারা নাট মন্দির ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় পরে রঙ্গারটেক এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন মুরাদ হোসেন নামের এক যুবককে আটক করে গণধোলাই দেয়। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মন্দির ভাঙার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে দুপুর ১২টায় কালিয়াকৈর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে গণধোলাইয়ের শিকার ওই যুবককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাট মন্দির কমিটির আহ্বায়ক কৌশিক আদিত্ত জানান, লেবু মিয়া নামের এক লোক ৩০-৪০ জনকে সঙ্গে নিয়ে আমাদের মন্দিরে হামলা চালিয়ে নাট মন্দিরটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছি।
কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান, নাট মন্দির ভাঙার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে গণধোলাইয়ের শিকার একজনকে উদ্ধার করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।