বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২২:৩৪ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ২২:৩৮ পিএম
‘স্বৈরাশাসক পাকিস্তান হানাদার বাহিনীকে এদেশ থেকে সরিয়ে ছিলাম ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। কিন্তু শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসেই বাকশাল গঠন করেন। যেখানে গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছিল। যার ফলে ওনি নির্মমভাবে নিহত হয়েছিলেন।
শেখ হাসিনাও ১৭ বছর এ দেশে শাসনের নামে যে অত্যাচার-অনাচার করেছে যার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আজ শেখ হাসিনাও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’
শুক্রবার (৩০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রিয়াজুল জান্নাহ প্রি-ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার নির্মাণকাজ উদ্বোধন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) এমএ খালেক।
তেজখালি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী বাদল, সফিকুল ইসলাম সফিক ও মো. কাউসার মিয়ার সঞ্চালনায় এবং রিয়াজুল জান্নাহ প্রি-ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার মোতাওয়াল্লী হাবিবুর রউফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস, সাবেক সহ সভাপতি দেওয়ান নাজমুল হুদা ভিপি, সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট মীর হালিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।