নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ২০:৫২ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ২২:২৬ পিএম
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রবা ফটো
নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল গ্রুপের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গতকাল বিকাল ৪টার দিকে ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে। পরে এ আগুন পার্কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীসহ নরসিংদী, পলাশ, মাধবদী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টা সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত শ্রমিকের নাম আজহারুল ইসলাম (৩১)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। আগুনের বিষয়ে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডাঙ্গা ইউনিটের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই সেকশনের অপারেটর আজহারুল ইসলাম মারা গেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।
ডাঙ্গা প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফোরম্যান সোহেল মিয়া বলেন, বিকাল ৪টার দিকে দোতলা ভবনটির দোতলায় পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী বলেন, বিকালে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দোতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরও ৫টি ইউনিট যোগ দিয়ে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনই বলা যাচ্ছে না।