মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৯:৩৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ২০:২৩ পিএম
কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও কিশোরগঞ্জের চার সংসদ সদস্যসহ মোট ৮৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জুলকার হোসাইন ও অঞ্জনা নামে দুজনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে এ মামলা করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন মো. মতিউর রহমান নামের এক ব্যক্তি।
এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী মিছিল নিয়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জড়ো হলে ১ নম্বর থেকে ৯ নম্বর আসামির হুকুমে অন্য আসামিরা বেআইনিভাবে দা-রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, হ্যান্ড মেড পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, শটগান, পিস্তল ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগ অফিসের দিক থেকে হামলা করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা মামলার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।