× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন সাবেক চেয়ারম্যান

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৯:৩২ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৯:৩৩ পিএম

নিহত সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা। ছবি: সংগৃহীত

নিহত সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা। ছবি: সংগৃহীত

টানা তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা। তিনি প্রতিপক্ষ বিএনপির ছুরিঘাতে আঘাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৯টায় ওই ইউনিয়নের চরএলাহী বাজারে তাকে কুপিয়ে জখম করে ।

আহত আবদুল মতিন তোতা কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। 

ছেলে ইমাম উদ্দিন সবুজ বলেন, ‘মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৯টায় আমার বাবা আবদুল মতিন তোতাকে ছুরিকাঘাতে রক্তাক্ত করেন বিএনপির প্রতিপক্ষরা। বাবাকে কুপিয়ে মগজ বের করে ফেলেছে সাবেক বিএনপি নেতারা। তারা আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছে। চার দিনেও আমার বাবার জ্ঞান ফিরেনি। আজ তিনি মারা গেছেন। আমি অপরাধীদের শাস্তি চাই।’

সবুজের আরেক ভাই ইব্রাহিম বলেন, ‘সাবেক বিএনপি সভাপতি ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজ, ডা. ফরিদসহ আরও কিছু লোকের পরিকল্পনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে আমার বাবার ওপর হামলা চালায়।’

এদিকে অভিযোগ অস্বীকার করে সাবেক বিএনপি সভাপতি ইসমাইল হোসেন বলেন, আবদুল মতিন তোতা এবং তার ছেলেরা চরএলাহী ইউনিয়নে বিএনপি না করে দলীয় সাইনবোর্ড ব্যবহার করে লুটপাট দখল রাজত্ব চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে আমাদের ত্রাণ বিতরণের প্রচারণায় সে ও তার ছেলেরা হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, ‘মৃত্যুর খবর জানতে পেরেছি। সেদিন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে আবদুল মতিন তোতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান। তিনি বলেন, ‘আবদুল মতিন তোতা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। মিথ্যা মামলায় অনেকবার কারাবন্দী ছিলেন। স্বৈরাচার মুক্ত এই সময়ে সন্ত্রাসীদের নির্মম হামলায় তোতা চেয়ারম্যানের মৃত্যুতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। শাহজাহান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্য,  আত্মীয়স্বজন, গুনগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এই পরিবারের প্রতি আমরা আমাদের দায়িত্বপালনে অত্যন্ত সচেতন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা