× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফতুল্লায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৮২ জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৯:১৩ পিএম

ফতুল্লায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৮২ জনকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় শেখ হাসিনা, শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১৮২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা ও তার চাচাতো ভাই আপন আহতের ঘটনায় এ মামলা করা হয়। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে নিহত কিশোর আদিলের চাচা ও আহত আপনের বাবা নুরুজ্জামান বাদী হয়ে এ মামলা  করেন।

এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই চাষাড়া গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আদিল এবং তার চাচাতো ভাই আপন যোগ দেয়। এসময় ছাত্র-জনতার মিছিল চাষাড়া গোল চত্বর সংলগ্ন স্থান থেকে এস.বি নীট কম্পোজিট গামেন্টেসের সামনে পৌছালে দুপুর ১টায় আসামিরা গুলিবর্ষণ ও বোমা বিষ্ফোরণ করে ত্রাসের সৃষ্টি করে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের অসংখ্য এলোপাথারী গুলিতে আপন ও আদিল গুলিবিদ্ধ হয়। এ সময় রাস্তায় পড়ে থাকা অবস্থায় ছাত্র-জনতা তাদেরকে উদ্ধার করে প্রথমে নারায়নগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ আদিলকে মৃত ঘোষণা করে এবং আপনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠানো হয়। চক্ষু হাসপাতালের চিকিৎসা শেষে জানা গেছে আহত আপন দৃষ্টি শক্তি হারিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা