× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দখলকৃত বাড়ি ফিরে পেতে অভিযুক্তদের ছবি দিয়ে বিএনপি নেতার ফেস্টুন!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৮:২২ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৮:৩৯ পিএম

দখলকৃত বাড়ি ফিরে পেতে অভিযুক্তদের ছবি দিয়ে বিএনপি নেতার ফেস্টুন!

দখলকৃত বাড়ি ফিরে পেতে আইন শৃংখলা বাহিনীর সহায়তা চেয়ে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর জুড়ে সাঁটানো বিএনপি নেতার ফেস্টুন নিয়ে আলোচনার ঝড় উঠেছে। 

শুক্রবার (৩০ আগস্ট) সকালে সরেজমিনে বিদ্যুতের খুঁটির সঙ্গে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নু আকনের সাঁটানো ফেস্টুনটি দেখা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, বিএনপি নেতা চুন্নু আকনের দেওয়া ফেস্টুনের উপরের বাম পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তারেক জিয়ার ছবি রয়েছে। ডান পাশে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের ছবি। এবং তার বসত বাড়ীর জমি দখলে অভিযুক্ত হিসেবে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি স্বপন হাওলাদারের ছবি দেওয়া হয়েছে। ফেষ্টুনের নীচে ভুক্তভোগী হিসেবে ছবি রয়েছে মো. খলিলুর রহমান চুন্নু আকন ও তার ছেলে মো. হারুন আকনের। 

ফেষ্টুনটিতে লেখা রয়েছে, মো. খলিলুর রহমান চুন্নু আকনের বসত-বাড়ী, জানমালসহ মহিলাদের উপর অমানবিক নির্যাতনের মাধমে রাতের আধাঁরে অভিযুক্তরা জোরপূর্বক দখল ও লিখিত দলিল করে নেন। উক্ত বসতবাড়ী ফেরত পেতে আইন শৃংখলা বাহিনীসহ সকলের সহায়তা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

ভুক্তভোগী বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নু আকন গনমাধ্যমকে বলেন, ‘ক্ষমতার দাপটে জোরপূর্বক নাম মাত্র মূল্য দিয়ে আমার বসতবাড়ী দখল করে নিয়েছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুব ও তার সহযোগীরা। আমি অচিরেই এ নিয়ে সংবাদ সম্মেলনসহ আইনের আশ্রয় নেবো।’    

এ বিষয়ে অভিযুক্ত সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা