নাটোর প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৭:৫৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৮:৪০ পিএম
নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে একটি হত্যা মামলা থেকে বাঁচতে হত্যাকাণ্ডের মূল আসামি পরিকল্পিতভাবে নিজের ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন হত্যা মামলার বাদী খোরশেদ আলম।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাদপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে খোরশেদ আলম এ দাবি করেন। তিনি বলেন, ‘জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রায় পাঁচ মাস আগে আমার বড় ভাই জিল্লুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হত্যাকাণ্ডের মূল আসামি ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে আবেদ আলী ও তার অনুসারীরা। দীর্ঘদিন পর জামিনে বের হয়ে এসে আবেদ আলী হত্যা মামলা থেকে বাঁচতে পরিকল্পিতভাবে মালামাল সরিয়ে গত বুধবার দিবাগত রাতে নিজের ঘরে আগুন দিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে। আমরা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার ও ঘরে আগুনের সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি।’
খোরশেদ আলমসহ উপস্থিত প্রতিবেশীরা দাবি করে জানান, আবেদ আলী একজন চাঁদাবাজ, খুনি, আদম ব্যবসায়ী এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জামিনে ফিরে এসে তিনি নিজের ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, প্রতিবেশী আশরাফুল ইসলাম, মোবারক আলী, রশিদুল ইসলাম, মোতালেব হোসেন, রহিদুল ইসলামসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
হত্যা মামলার ১ নম্বর বিবাদী আবেদ আলী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। আমার পৈতৃক জমি জোর করে দখল করতে এলে আদালতে মামলা করি। মামলার পর থেকেই রশিদুল ইসলাম, রহিদুল ইসলাম, শামীম, খোরশেদ, বাবু, রেজাইল ক্ষুব্ধ হয়। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ঘরে আগুন লাগিয়ে দেয়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘ঘরে আগুন দেওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’