× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, নারীসহ আহত আট

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৭:৪৯ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৮:১৮ পিএম

নাটোরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, নারীসহ আহত আট

নাটোরে রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার মাঝদিঘা দক্ষিণপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন- রবিউল ইসলাম, রমজান আলী, জুলেখা বেগম, আব্দুর রাজ্জাক, আসাদুল, শহিদুল ইসলাম, নাঈম ও ইলিয়াস হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিরোধের জেরে শুক্রবার দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত আটজন জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় দুজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

আওয়ামী লীগ কর্মী রমজান আলী বলেন, ‘গতকাল আমার ভাতিজাকে তারা মারধর করে। আজকে আবার তাকে মারতে বাড়িতে আসে। আমরা বাধা দিলে তারা আমাদের ওপর হামলা করে। এতে আমার স্ত্রী, ভাইসহ চারজন আহত হয়।’

ছাতনী যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুক্তা বলেন, ‘আমাদের লোকজন দুপুরে মোটরসাইকেলযোগে জুমার নামাজ পড়তে যাচ্ছিল। এ সময় রাস্তায় আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের চারজন জখম হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা