× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধসে পড়া সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

সাইদুল ইসলাম মন্টু, বেতাগী (বরগুনা)

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১৬:৪৫ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১৭:০০ পিএম

বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কের ঝোপখালী ব্রিজের অ্যাপ্রোচ ভেঙে ধসে পড়েছে। বৃহস্পতিবার তোলা। প্রবা ফটো

বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কের ঝোপখালী ব্রিজের অ্যাপ্রোচ ভেঙে ধসে পড়েছে। বৃহস্পতিবার তোলা। প্রবা ফটো

বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কের বেতাগী অংশের ঝোপখালী সেতুর সংযোগ সড়ক ভেঙে ধসে পড়েছে। ফলে আতঙ্কে পারাপার হচ্ছেন এ রুটে যাতায়াতকারী দূরপাল্লার পরিবহন চালক ও যাত্রীরা। স্থানীয়দের দাবি বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। 

জানা গেছে, ২০০০ সালের ২৭ ডিসেম্বর ৫২ কিলোমিটার দৈর্ঘ বাকেরগঞ্জ-বেতাগী-বরগুনা আঞ্চলিক সড়ক নির্মাণ করা হয়। গুরুত্বপূর্ণ এই সড়কের বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী অংশে বেড়েরধন নদীর ওপর ২০১৭-১৮ অর্থবছরে পুরাতন লোহার সেতু ভেঙে ওই নদীর ওপর নতুন একটি গার্ডার সেতু নির্মাণ করা হয়। নির্মাণের দুবছর পর ওই সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়। 

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে ঝোপখালী গার্ডার সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের অনেকাংশ ধসে পড়েছে। এতে ভয়ে রয়েছেন এ রুটে নিয়মিত চলাচলকারী দূরপাল্লার ৩০ হাজার যাত্রী সাধারণ। এ রুটে ছোট ছোট যানবাহন সাইকেল, রিকশা থেকে শুরু করে মোটরবাইক, পিকআপ, প্রাইভেট কার, সিএনজির পাশাপাশি দূরপাল্লার ট্রাক-বাসও মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। 

স্থানীয়রা জানায়, অ্যাপ্রোচ ভেঙে ধসে পড়ায় সেতুটিও এখন হুমকির মুখে। ভেঙে যাওয়া অ্যাপ্রোচের অবশিষ্টাংশ ভেঙে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এ রুটের যাত্রী বিবি চিনি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবুল বাসার জানান, বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ আঞ্চলিক সড়কের এ রুটে বর্তমানে লোকাল ও দূরপাল্লার বাস, ট্রাক ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে যেকোনো সময় সেতুর ঢাল ভেঙে যাত্রীসহ খালে পড়ে আমতলীর ন্যায় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই বড় কোনো বিপদ এড়াতে আগেভাগেই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। 

এ রুটে নিয়মিত চলাচলকারী একাধিক পরিবহন চালকরা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন তাদের যাতায়াত করতে হয়। ঝোপখালী ব্রিজের কাছাকাছি এলেই অ্যাপ্রোচে ধসের কারণে মনে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়। 

ঝোপখালী গ্রামের বাসিন্দা মনির হোসেন বলেন, ‘ব্রিজের দক্ষিণ পাশের ঢালের অংশ দিয়ে ভারী যানবাহনের লোকেরা তাদের জীবন হাতে নিয়ে পারাপার হচ্ছে এবং চলাচলের ক্ষেত্রে দিনদিন ঝুঁকির মাত্রা আরও বেড়েই চলছে। বড় ধরনের দুর্ঘটনার আগেভাগেই সংশ্লষ্টিদের নজর দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে।’

বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খ.ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল বলেন, বর্তমানে ঝোপখালী ব্রিজের উভয় পাশের অ্যাপ্রোচই ঝুঁকিপূর্ণ।

বেতাগী উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজিজ বলেন, ‘আমি ঝোপখালী ব্রিজের ভেঙে যাওয়া অ্যাপ্রোচের অংশ সরেজমিনে গিয়ে পরিদর্শন করে এসেছি। সড়কটি সংস্কারে ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য বরগুনা নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।’ 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমদ বলেন, বিষয়টি আরও আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অ্যাপ্রোচে ধসের কারণে এ রুটের মানুষের যাতায়াত যাতে বন্ধ না হয় সে বিষয়টিও আমরা সর্বোচ্চ খেয়াল রেখেছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা