× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মন্ত্রীর পিএসের গোডাউন থেকে কোটি টাকার সরকারি মালামাল জব্দ

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪ ১১:৩৩ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৪ ১১:৪৭ এএম

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের আত্মীয় ও পিএস দোলনের গোডাউন থেকে উদ্ধার করা সরকারি মালামাল। প্রবা ফটো

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের আত্মীয় ও পিএস দোলনের গোডাউন থেকে উদ্ধার করা সরকারি মালামাল। প্রবা ফটো

মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রীর পিএসের ভাড়া গোডাউন থেকে কোটি টাকার সরকারি মালামাল জব্দ করেছে ট্রাস্ট ফোর্স।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে চারটি ঘর ভর্তি কক্ষ তল্লাশি করে ত্রাণের এবং সরকারি বরাদ্দের শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, কুরআন শরিফ, টিফিন বক্স, ক্রিকেট, ফুটবল সামগ্রী, হুইল চেয়ারসহ প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মইদুর রহমান এবং সেনা কর্মকর্তা মেজর জাহিনের নেতৃত্ব ট্রাস্ট ফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে বাড়ির মালিক সাবেক বিজিবি সদস্য সুরমান আলী জানান, দেড় বছর আগে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয় ও পিএস দোলন ৬ হাজার টাকা চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়ে ত্রাণের সরকারি মালামাল মজুদ করে আসছিলেন। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাক বোঝাই করে নিয়ে গেছেন আবার মজুদ করেছেন। সেগুলো পাচার করে বিক্রি করেছেন কি না জানি না।

স্থানীয় মফিজুর রহমান বলেন, ত্রাণের বা রিলিফের সরকারি মালামাল মজুদ করা অন্যায় কাজ জানি। কিন্তু মন্ত্রীর ভয়ে এলাকাবাসী কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ বাড়ির ভেতর গোডাউনের সন্ধান পাওয়া গেলে তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখান থেকে বিপুল অর্থের সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সমস্ত মালামাল জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় গোডাউন ভাড়া নেওয়া দোলনকে ফোন করে আসতে বলা হলেও তিনি এসে মালামালের বৈধতা দেখাতে অপারগতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা