মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২৩:৫২ পিএম
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি শপিং সেন্টার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে পৌরসভার বালিজুড়ী বাজারের বিলাসী শপিং সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে বালিজুড়ী বাজারের রিফাত তালুকদার মার্কেটের দুইতলায় রূপসী সমবায় সমিতির মালিকানাধীন তৈরি পোষাকের দোকান বিলাসী শপিং সেন্টারে আগুন লাগে। বাজারের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তৈরি পোশাক ও আসবাবপত্র পুড়ে যায়।
মার্কেটের মালিক মাসুম তালুকদার জানান, তিনি রাত ১২টায় খবর পেয়ে বাজারে আসেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিয় সকাল পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা বলতে পারছেন না।
মাদারগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর দেলোয়ার হোসেন বলেন, এ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোয়াসা আছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
শপিং সেন্টারের অংশীদার মোহাম্মদ আলী জানান, আনুমানিক ২ হাজার ২০০ স্কয়ার ফুটের ওই দোকানে ৮টি এসিসহ ডেকোরেশনের জন্য প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। সবকিছু মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।