× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল ফোন ট্র্যাক করে অপহৃত শিশুকে উদ্ধার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২৩:৩৮ পিএম

মোবাইল ফোন ট্র্যাক করে অপহৃত শিশুকে উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের অপহৃত স্কুল শিক্ষার্থী সাইফা (৬) কে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলা শহরের আফতাব আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করে। 

উদ্ধারকৃত শিশু সাইফা কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামের ইলেক্ট্রিশিয়ান শফিক মিয়ার মেয়ে। সে হলি ক্রিসেন্ট কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া হলি ক্রিসেন্ট কিন্ডারগার্টেন স্কুল থেকে শিশু সাইফা অপহরণ করা হয়।

শিক্ষকরা জানায়, মঙ্গলবার দুপুর সারে এগারোটার দিকে স্কুল ছুটি হওয়ার পর এক লোক নিজেকে তার মামা পরিচয় দিয়ে সাথে নিয়ে যায়। অন্যদিনের মতো দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে শিশু সাইফাকে নিতে তার অভিভাবক আসে। পরে সম্ভাব্য আত্মীয়ের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকালে অপরিচিত নম্বর থেকে অপহরণকারী ফোন করে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে। এরপর কটিয়াদী মডেল থানায় অভিযোগ করা হয়। 

অভিযোগ পাওয়ার পর কটিয়াদী মডেল থানা পুলিশ অপহরণকারীর মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান সনাক্ত করে। পরে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলা শহরের বড়বাজার এলাকায় আফতাব আবাসিক হোটেল থেকে শিশুটিকে উদ্ধার করে। 

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিশুর পরিবার থানায় সাধারণ ডায়েরি করার সাথে সাথে আমরা অনুসন্ধান শুরু করি। পরে অপহরণকারীর মোবাইল ফোন ট্র্যাক করে তার অবস্থান সনাক্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়।

দ্রুত সময়ের মধ্যে সন্তানকে উদ্ধার করায় পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান সাইফার বাবা-মা।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা