বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২৩:২৬ পিএম
বাকেরগঞ্জ বিএনপি'র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিমন শেখের বিরুদ্ধে। এছাড়াও উপজেলার সদর রোডে ইমরান সু’ভাঙচুর করে দোকানের ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা লুটপাটেরও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত ৫ই আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর উপজেলা বাসস্ট্যান্ডে থাকা বিভিন্ন দোকানে তার দলবল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সরকারি বাকেরগঞ্জ কলেজের উত্তর পাশে সাংবাদিক হাবিবের ছয়টি দোকানের ভাড়াটিয়াদেরকে গালমন্দ করে এবং তাদেরকে দোকান থেকে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। অন্যথায় প্রতি দোকান থেকে ১ লাখ টাকা করে নাদিলে ব্যবসা বন্ধ রাখার হুমকি দেয়।
এবিষয়ে দোকানের মালিক সাংবাদিক হাবিব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খানকে জানান। এছাড়াও হাবিব এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও পৌর বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করেন।
দোকান ভাঙচুর বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রশাসনের লোকজন এবং ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রোকনুজ্জামান ডাকুয়া ঘটনাস্থল পরিদর্শন করে দোকান ভাঙচুর এবং লুটের সত্যতা পান।
ভুক্তভোগী সাংবাদিক হাবিব জানায় আমার নিজস্ব জমিতে ৬টি দোকান ঘর জোর করে দখল করে তালা দেয় শেখ রিমন ও তার সন্ত্রাসী বাহিনী।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন ‘তিনি বিষয়টি সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানাতে বলেছেন।’
সাবেক এমপি বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান জানান, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার ব্যক্তিগত অপকর্মের দায় দল নিবে না।’
এবিষয়ে অভিযুক্ত রিমন শেখকে একাধিকবার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।