× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিধু-কানুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২৩:০৫ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ২৩:১৮ পিএম

সিধু-কানুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের অন্যতম দুই নায়ক সিধু ও কানুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে সর্বস্তরের আদিবাসী ছাত্র-জনতার ব্যাপারে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আদিবাসী ছাত্রনেতা মানিক সরেন, ঈশ্বর টুডু, রিপন মার্ডি, নারায়ণ মাড়ি, দুলাল সরেন, হেমরন সরেন প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। বক্তারা বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর একদল দুষ্কৃতকারী দিনাজপুরের কাহারোল উপজেলাস্থ ১৩ মাইল এলাকায় সিধু ও কানুর ভাস্কর্য ভেঙে ফেলে। ভাস্কর্য ভাঙার পর ক্ষোভের সৃষ্টি হয় আদিবাসী সমাজের মধ্যে। ভাস্কর্য ভাঙার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি আদিবাসীদের সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

ভারতের স্বাধীনতা আন্দোলনে সাঁওতাল বিদ্রোহের অন্যতম পথিকৃৎ ছিলেন দুই ভাই সিধু ও কানু। ১৮৫৬ সালের ২৩ ফেব্রুয়ারি ভোগনাডিহির নিকট বটবৃক্ষ তলায় দুপুরের দিকে ফাঁসির মঞ্চে তোলা হয় তাদের। এ সময় তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে বলেন ‘আবার আসব, আবার সারা দেশে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেব।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা