দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২৩:০৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪ ২৩:১৮ পিএম
দিনাজপুরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের অন্যতম দুই নায়ক সিধু ও কানুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে সর্বস্তরের আদিবাসী ছাত্র-জনতার ব্যাপারে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদিবাসী ছাত্রনেতা মানিক সরেন, ঈশ্বর টুডু, রিপন মার্ডি, নারায়ণ মাড়ি, দুলাল সরেন, হেমরন সরেন প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। বক্তারা বলেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর একদল দুষ্কৃতকারী দিনাজপুরের কাহারোল উপজেলাস্থ ১৩ মাইল এলাকায় সিধু ও কানুর ভাস্কর্য ভেঙে ফেলে। ভাস্কর্য ভাঙার পর ক্ষোভের সৃষ্টি হয় আদিবাসী সমাজের মধ্যে। ভাস্কর্য ভাঙার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি আদিবাসীদের সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
ভারতের স্বাধীনতা আন্দোলনে সাঁওতাল বিদ্রোহের অন্যতম পথিকৃৎ ছিলেন দুই ভাই সিধু ও কানু। ১৮৫৬ সালের ২৩ ফেব্রুয়ারি ভোগনাডিহির নিকট বটবৃক্ষ তলায় দুপুরের দিকে ফাঁসির মঞ্চে তোলা হয় তাদের। এ সময় তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে বলেন ‘আবার আসব, আবার সারা দেশে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেব।’