মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২০:১৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ২০:৪১ পিএম
নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহদাৎ হোসেন। প্রবা ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর সমাবেশে নেতাকর্মীদের ওপরে ‘হাতুড়ি বাহিনীর’ হামলা ও মারপিটে ১৩ জন আহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) রাতে মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহতদের ওই রাতেই মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদের মধ্যে গুরুতর আহতরা হলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পুটিখালী ইউনিয়ন সভাপতি মো. মহিবুল্লাহ কাজী (৪৫), জামায়াতের সমর্থক মো. সবুজ কাজী (২৫), ৫ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি আমিনুল ইসলাম খান (২৭), জামায়াত কর্মী শাহজালাল শেখ (৫৪) ও শিবির কর্মী আব্দুল্লাহ আল মামুন (২২)।
বাকি আহতরা হলেন, মো. দেলোয়ার হোসেন খান (৫০), মাওলানা তাজুল ইসলাম কবির (৫২), মাহবুব সরদার (৫৫), রেজাউল মোল্লা (৩৫), রিয়াজুল ইসলাম (২৫), আজিজুল ইসলাম (২৫), তারিকুল ইসলাম (২০) ও তারেক শেখ (২২)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহদাৎ হোসেন ও নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান মোরেলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
তারা জানান, রবিবার বিকালে উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ইউনিয়ন জামায়াত ইসলামী।
সভা শেষে তাবারক বিতরণের সময় এলাকার ৪০/৫০ জনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ি, লোহার রড ও ধারালো ছুরি নিয়ে অনুষ্ঠানে হামলা ও মারপিট শুরু করে। এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের ১৩ নেতাকর্মী আহত হয়। এ ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা শাহদাৎ হোসেন বলেন, ‘দোয়া অনুষ্ঠান ও সমাবেশকে পণ্ড করার জন্য পরিকল্পিতভাবে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত হামলা চালিয়ে তাদের দলীয় ২০ জন নেতাকর্মীকে হাতুড়ি পেটা করে গুরুতর জখম করেছে।’
এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।