কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২২:৪৮ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ২৩:২৩ পিএম
কাপ্তাই বাঁধের গেইট আজ শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় খোলা হয়নি। আগামীকাল রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে বাঁধ খুলে দেওয়া হবে।
কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পর্যাপ্ত পানি না হওয়ায় এবং রাতের বেলায় বাঁধ খোলা আতঙ্কিত হওয়ায় সম্ভাবনাসহ সব দিক বিবেচনা করে আগামীকাল রবিবার সকাল ৮টার দিকে বাঁধ খুলে দেওয়া হবে।’
এর আগে রাঙামাটির জেলাপ্রশাসক ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন খান জানান, কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রে ১৬টি জলকপাটে ৬ ইঞ্চি করে শনিবার রাত ১০টার দিকে কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে। গত কয়েক দিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ১০৮ এমএসএল পর্যন্ত বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে কাপ্তাই বাঁধের পানি।
এদিকে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া। দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হয়, তবে কাপ্তাই হ্রদসংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে।