রংপুর অফিস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৯:০১ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৯:৪৯ পিএম
কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। প্রবা ফটো
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘দেশের উন্নয়নের দায়িত্ব ক্ষমতাহীন ও ক্ষমতাবান সবার। দেশের উন্নয়ন নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একাত্তরে সাম্যের স্বপ্ন নিয়ে দেশ গড়ে উঠেছিল। পরে আমরাই সেই সাম্য ভেঙেছি। তাই এখন আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।’
শনিবার (২৪ আগস্ট) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুরে কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আবু সাঈদের হত্যাকাণ্ডকে গণহত্যা বলা যায়। ঢাকায় কোটা আন্দোলনে আমাদের দেশের সরকার, তার বাহিনী দিয়ে আমাদের নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছে। যেদিন আবু সাঈদ মারা গিয়েছিল, সেদিনও তার হাতে লাঠি ছাড়া কিছু ছিল না। আমি চাই আবু সাঈদ আত্মত্যাগ করে আমাদের যে শিক্ষা দিয়েছে তা যেন দেশ গড়ার কাছে লাগাই।’
এ সময় উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, মোহাম্মদ আলী, উপরেজিস্ট্রার রাশেদুল আলম রনিসহ অন্যরা।