× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের উন্নয়ন নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে : সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান

রংপুর অফিস

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৯:০১ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৯:৪৯ পিএম

কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। প্রবা ফটো

কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। প্রবা ফটো

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘দেশের উন্নয়নের দায়িত্ব ক্ষমতাহীন ও ক্ষমতাবান সবার। দেশের উন্নয়ন নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একাত্তরে সাম্যের স্বপ্ন নিয়ে দেশ গড়ে উঠেছিল। পরে আমরাই সেই সাম্য ভেঙেছি। তাই এখন আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।’

শনিবার (২৪ আগস্ট) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুরে কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আবু সাঈদের হত্যাকাণ্ডকে গণহত্যা বলা যায়। ঢাকায় কোটা আন্দোলনে আমাদের দেশের সরকার, তার বাহিনী দিয়ে আমাদের নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছে। যেদিন আবু সাঈদ মারা গিয়েছিল, সেদিনও তার হাতে লাঠি ছাড়া কিছু ছিল না। আমি চাই আবু সাঈদ আত্মত্যাগ করে আমাদের যে শিক্ষা দিয়েছে তা যেন দেশ গড়ার কাছে লাগাই।’

এ সময় উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, মোহাম্মদ আলী, উপরেজিস্ট্রার রাশেদুল আলম রনিসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা