মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৮:৩৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৮:৫২ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘সহসাই বিদ্যুতের দাম কমানো যাচ্ছে না। কারণ প্রতিবছর এ খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। ইতঃপূর্বে বেশি দামে বিদ্যুৎ কেনায় এই সমস্যা হয়েছে। কম দামে বিদ্যুৎ না কেনা পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে।’
শনিবার (২৪ আগস্ট) মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট স্প্রেক্টা সোলার পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির বলেন, ‘বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বন্ধ রয়েছে। বন্যা পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতির নিরূপণ করা হচ্ছে। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।’
তিনি আরও বলেন, আমাদের কাছে আলাদিনের চেরাগ নেই। ১৬ বছরের অনিয়ম-দুর্নীতি ১৬ দিনেই দূর করা সম্ভব নয়। তবে আমরা সব সেক্টরের বৈষ্যম নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করছি।’
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।