× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে চোর আতঙ্ক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৮:১৫ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৮:২৮ পিএম

ঈশ্বরগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

ঈশ্বরগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় চুরির ঘটনা বেড়েছে। চোরদের কবল থেকে রক্ষা পাচ্ছে না গরু খামারিরা। চুরি হচ্ছে ব্যাটারিচালিত ইজিবাইকসহ মোটরসাইকেলও। এসব ঘটনায় স্থানীয়দের মাঝে চোরের আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে বড়হিত ইউনিয়নে বৃ-পাঁচাশি নদীর পশ্চিম পাড়ে আব্দুল মজিদের বড় ছেলে মুহাম্মদ খোকন মিয়ার একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি হয়েছে। একই সপ্তাহে ওই এলাকায় একটি বসতঘরেও চুরির ঘটনা ঘটেছে।

এদিকে গত মঙ্গলবার রাতে একই ইউনিয়নে পুরাহাতা গ্রামে আব্দুল গণি মিয়ার ৩টি গরু ও আব্দুল সাওার মিয়ার ১টি গরু চুরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গভীর রাতে পিকআপ ভ্যান নিয়ে বিভিন্ন রাস্তার পাশের খামার থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় চোরাই গরুবাহী পিকআপ। রাত জেগে পাহারা দিয়েও নিস্তার মিলছে না। পুলিশে অভিযোগ করেও পাচ্ছেন না সহযোগিতা। এমন পরিস্থিতিতে চুরি আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

ইজিবাইকচালক খোকন মিয়া বলেন, ‘অনেক কষ্ট করে একটা অটো কিনছি। অটো চালিয়ে যা আয়-রোজগার করি তা দিয়েই সংসার চলে। এটাই ছিল আমার শেষ সম্বল।’

এ ছাড়া, ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় বাসার ভেতর থেকে এক ব্যাংক কর্মকর্তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। শুক্রবার রাতে ওই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া কালীবাড়ি এলাকায় কছিম উদ্দিনের বাসার দ্বিতীয় তলায় ভাড়ায় থাকেন ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন। তিনি প্রতিদিনের ন্যায় শুক্রবার বাইরের কাজ শেষে রাতে বাসায় ফেরেন। তখন তার ব্যবহৃত ডিসকাভার মোটরসাইকেলটি বাসার নিচতলায় গ্যারেজে রেখে দ্বিতীয় তালায় ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাইরে যাওয়ার উদ্দেশে নিচ তলায় গ্যারেজে গিয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে ঈশ্বরগঞ্জ থানার সাধারণ ডায়েরি করেন।

রুহুল আমিন বলেন, ‘প্রতিদিনের মতো আমি বাইরের কাজ শেষে শুক্রবার রাতে নিচ তলায় গ্যারেজে গাড়িটি রেখে ওপরে ঘুমিয়ে যাই। পরে শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গাড়িটি সেখানে নেই। তরপর অনেক জায়গায় খোঁজাখুঁজি করে গাড়িটি না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি।’

বড়হিত ইউনিয়নে চেয়ারম্যান আজিজুল হক মিলন বলেন, ‘আমার ইউনিয়নে চুরি বৃদ্ধি পাচ্ছে এটা দুঃখজনক। ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে আলোচনা করেছি এবং সব গ্রাম পুলিশদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘জিডি হয়েছে কি না আমার জানা নেই। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা