× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাগলা মসজিদের দানবাক্সের টাকা বন্যার্তদের জন্য দানের বিষয়টি গুজব

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৫:০১ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪ ১৫:৪৭ পিএম

পাগলা মসজিদের দানবাক্সের টাকা বন্যার্তদের জন্য দানের বিষয়টি গুজব

‘পাগলা মসজিদের দানবাক্সের টাকা বন্যার্তদের মাঝে বিতরণ করেছে মসজিদ কমিটি’- এমন হাজারো ফেসবুক পোস্ট গত শুক্রবার রাত থেকে নেটিজেনদের টাইমলাইন ঘুরছে। যা শেয়ারও করছেন অনেকে। তবে ছড়িয়ে পড়া এ তথ্য সঠিক নয়।

এ বিষয়ে পাগলা মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দানের বিষয়ে কেউ আবেদন বা প্রস্তাব রাখেনি। মসজিদের দানের টাকা বন্যার্তদের মাঝে বিতরণ- এটা গুজব। মসজিদে দানের টাকা বন্যার্তদের বিতরণ করতে হলে শরিয়ত ও রাষ্ট্রীয় নিয়ম মেনে মসজিদ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে।’

ভারতীয় বাঁধ খুলে দেওয়া ও অতিবৃষ্টিতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানকার জীবনব্যবস্থা ভেঙে পড়েছে।

দেশের ক্রান্তিলগ্নে সবাই এক হয়ে সাহায্য করার হাত বাড়িয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে শুরু করে প্রতিটি শহরের অলিগলিতে বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণের জন্য মানুষ এগিয়ে আসছে।

বন্যার্তদের সাহায্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাগলা মসজিদের দানের টাকা বিতরণের দাবি জানিয়ে আসছে নেটিজেনরা।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে গত শনিবার (১৭ আগস্ট) দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা