× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কসবায় কমতে শুরু করেছে বন্যার পানি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ১৪:২৭ পিএম

বৃষ্টিপাত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্যার পানি কমতে শুরু করেছে। প্রবা ফটো

বৃষ্টিপাত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্যার পানি কমতে শুরু করেছে। প্রবা ফটো

বৃষ্টিপাত না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনও উপজেলার ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন।

শনিবার (২৪ আগস্ট) ভোর থেকে বৃষ্টি না হওয়ায় উপজেলার ডুবে যাওয়া নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে কসবার বন্যার পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার বিজনা, সালদা, সিনাই, বুড়ি নদীর পানি বিপদসীমার ৫ দশমিক ৯৫ মিটার ওপরে ছিল। তবে সেটি আজ ভোর থেকে কমে ৫ দশমিক ৮৫ মিটারে এসেছে। আশা করি ভারী বর্ষণ না হলে খুব দ্রুত পানি নেমে আসবে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ  শাহরিয়ার  মুক্তার বলেন, বৃষ্টি না হওয়ায় শালদা, সিনাই, বিজনা, বুড়ি নদীর পানি কমতে শুরু করেছে। সর্বশেষ তথ্য মতে, প্রায় ৪০ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দি রয়েছে। তিনটি ইউনিয়নের পানি কবলিতদের জন্য ১০ মেট্রিক টন চাল ও ৪০০ প্যাকেট শুকনো খাবারের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। বন্যার্তদের জন্য ৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন গ্রামের আটকে পড়া পানিবন্দি পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা