× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল্ড মেডেল বিক্রি করে বন্যার্তদের পাশে দাঁড়াতে চান নাঈম

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ২০:২২ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ২০:৫৯ পিএম

দেশসেরা রোভার স্কাউটের গোল্ড মেডেল বিক্রির ঘোষণা দেন মেহেদী হাসান নাঈম। ফাইল ফটো

দেশসেরা রোভার স্কাউটের গোল্ড মেডেল বিক্রির ঘোষণা দেন মেহেদী হাসান নাঈম। ফাইল ফটো

দেশের বন্যাকবলিত জেলাগুলোয় বন্যার্তদের সাহায্যে দেশসেরা রোভার স্কাউটের গোল্ড মেডেল বিক্রির ঘোষণা দিয়েছেন মেহেদী হাসান নাঈম। শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে সামাজিকমাধ্যমে তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন। পোস্ট দেওয়ার পর থেকে নেটিজনরা তার এই ঘোষণার প্রশংসা করছে।

মেডেলের ছবি যুক্ত করে নাঈম তার পোস্টে লেখেন, ‘আমি মেহেদী হাসান নাঈম, বাংলাদেশের শ্রেষ্ঠ রোভার (২০২৪)। আমার পুরস্কারের এই মেডেলটি বিক্রি করতে চাই। বিক্রির পুরো টাকা বন্যায় ত্রাণ বিতরণে দেব। যদি কেউ কিনতে আগ্রহী থাকেন দয়াকরে যোগাযোগ করবেন।’

দেশসেরা রোভার স্কাউটের মেডেল বিক্রির ব্যাপারে জানতে চাইলে নাঈম প্রতিদিনের বাংলাদেশকে বলেন,  ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ আমি বাংলাদেশের শ্রেষ্ঠ রোভারের গৌরব অর্জন করেছি। গত ২৭ জুন মেডেলটি শিক্ষামন্ত্রী আমাকে প্রদান করেন। আমার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমান বাংলাদেশের বন্যায় লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্নের মুখে। আমার অনেক টাকা-পয়সা নেই, যা দিয়ে ত্রাণ বিতরণ করব। তাই আমার জীবনের সেরা অর্জনের মেডেলটি বিক্রি করতে চাই। বিক্রির টাকা দিয়ে আমি ত্রাণ বিতরণ করব। এই মেডেলটি সোনার নয়, তামা দিয়ে তৈরি। তবে আমার কাছে অনেক আবেগের। স্কাউটিং জীবনের ১২ বছরের পরিশ্রম লুকিয়ে আছে এই মেডেলটির মধ্যে।’

তিনি আরও বলেন, ‘আমি ফেসবুকে বিক্রির বিষয়টা নিয়ে পোস্ট দিয়েছি। আশা করছি ইতিবাচক সাড়া পাব। যা অর্থ পাব তার পুরোটাই বন্যার্তদের সাহায্যে বিলিয়ে দেব।’

মেহেদী হাসান নাঈম বর্তমানে সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লেখাপড়ার পাশাপাশি দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদকীয় পাতায় নিয়মিত কলাম লেখেন। বাংলাদেশ টেলিভিশনে অগ্রদূত শিরোনামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন নাঈম।

বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ও নূর বানু বেগমের ছেলে মেহেদী হাসান নাঈম। তিনি ২০১৭ সালে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ থেকে রাষ্ট্রপতির কাছ থেকে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। বন্যা, অগ্নিকাণ্ডসহ প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারকাজ ও অসহায়ের সেবায় এগিয়ে আসায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা