× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে : সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ২০:২৪ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে : সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যেন কষ্ট না পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে বলেও জানান পার্বত্য উপদেষ্টা। 

শুক্রবার (২৩ আগস্ট) খাগড়াছড়িতে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বক্তব্য দেন পুলিশ সুপার মুক্তা ধর, সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, বোধিসত্ব দেওয়ান, মথুরা বিকাশ ত্রিপুরা, সেফালিকা ত্রিপুরা, তরুণ কুমার ভট্টাচার্য্য প্রমুখ ।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে সরকার বদ্ধপরিকর। এজন্য সকলকে ভাই ভাই হিসেবে বসবাস করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়েও কথা বলেন। জানান, নতুন পরিষদে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে দুজন প্রতিনিধিও রাখা হবে।

দুপুরের দিকে খাগড়াছড়িতে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপদেষ্টা। ত্রাণ বিতরণ শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন সুপ্রদীপ চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর প্রমুখ। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা