কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৮:৫৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ২০:০৮ পিএম
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। সেই সঙ্গে দেশের একমাত্র কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে। বর্তমানে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে ২১৫ -২১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে হ্রদে পানির উচ্চতা ১০৬.০৬ ফুট এমএসএল। যা বৃহস্পতিবার রাত ১১টায় ছিল ১০৫.১১ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল)। কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান থাকায় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হয়। সাধারণত পানির উচ্চতা ১০৮-এর বেশি হলে তখন আমরা গেটগুলো খুলে দিয়ে থাকি।’
কাপ্তাই বাঁধের গেট খোলার সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কাপ্তাই হ্রদের গেটগুলো খুলে দেওয়ার আগে সংশ্লিষ্ট সকল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সব সময়ই আমরা কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌবাহিনীকে চিঠি দিয়ে অবহিত করি। এরপর তারাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এবারও গেট খোলার অবস্থা তৈরি হলে তা জানিয়ে দেওয়া হবে।’
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, হ্রদের পানি বাড়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে। শুক্রবার ২১৫-২১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা এই মৌসুমে সর্বোচ্চ বলে জানিয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।