কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৮:০৭ পিএম
কুমিল্লায় প্রাণ কোম্পানির একটি ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটে। প্রবা ফটো
কুমিল্লায় প্রাণ কোম্পানির একটি ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা আগুন জ্বলার পর বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কীভাবে আগুনের সূত্রপাত তা তাতক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে আকস্মিক দাউদাউ করে জ্বলে ওঠে প্রাণ কোম্পানির ডিপোটি। এ সময় প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ডিপোর লোকজন ও স্থানীয়রা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে জানানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
তারা জানান, ওই ডিপোতে প্রাণের সকল পণ্য ছিল। জেলার সব দোকানপাটে এ ডিপো থেকে মালামাল সরবরাহ করা হতো। আগুনে ওই ডিপোর সব পুড়ে গেছে।
ওই ডিপোর ইনচার্জ মোহাম্মদ ফোরকান বলেন, সবাই কাজ করছিল। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে যায়। কোথা থেকে আগুন লাগে তা আমরা নিশ্চিত নই। এরপর কর্মচারীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে কাজ না হলে ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা প্রথমে একটা ইউনিট কাজ শুরু করে। এরপর আরও তিন ইউনিট যোগ হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কি থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।