× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৭:৩৪ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৭:৫৯ পিএম

শেখ হাসিনা।

শেখ হাসিনা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাচঁপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক আশিক নিহতের ঘটনায় এ মামলা করা হয়। 

শুক্রবার (২৩ আগস্ট) সকালে সোনারগাঁ থানায় মামলাটি করেন নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম। 

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, জ্যৈষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ ১২২ জন। এ ছাড়া অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয় এ মামলায়। 

এজাহারে বলা হয়েছে, নিহত আশিক মিয়া মক্কা ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। গত ৪ আগস্ট আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে পিস্তল, শটগান, ককটেল, লাঠি নিয়ে কাঁচপুর সিনহা গার্মেন্টসের সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় ছাত্র-জনতার উদ্দেশে এলোপাতাড়ি গুলি ও মারধর করে তারা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আশিক। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কাচঁপুর এলাকায় মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে আশিক মিয়া হত্যার ঘটনায় মামলা নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা