× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁধ ভেঙে পাইকগাছার ১৩ গ্রাম প্লাবিত

খুলনা অফিস

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৬:৫৮ পিএম

বাঁধ ভেঙে পাইকগাছার ১৩ গ্রাম প্লাবিত

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় প্রবল জোয়ারের চাপে ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙে গেছে। এতে দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের ১৩টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি ও আমনের বীজতলা। ভেসে গেছে মাছের ঘের ও পুকুর।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, বৃহস্পতিবার বিকেলের দিকে প্রবল জোয়ারে ভদ্রা নদীর পানির উচ্চতা বেড়ে পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশে প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। এই পোল্ডারের আওতাধীন এলাকার কালিনগর, হরিনখোলা, দারুলমল্লিকসহ ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। ধান ও বীজতলাসহ বাড়ি-ঘর তলিয়ে গেছে। এলাকার প্রায় সবগুলো মাছের ঘের ও পুকুর ভেসে গেছে।

দারুণমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার বলেন, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। বাঁধ মেরামতে এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দরকার।

খুলনা পানি উন্নয়ন র্বোডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুত কুমার সাহা বলেন, বাঁধ ভাঙার খবর পেয়ে সংশ্লিষ্ট কমকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতি দ্রুতই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা