চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৩:২০ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৫:৪৫ পিএম
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ফানু আলী ও মৃত হেরাশ উদ্দিনের ছেলে মো. আবদুর রাজ্জাক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিমেন্টবোঝাই একটি ট্রাকে ছয়জন শ্রমিক উপজেলার পিরোজপুর থেকে মোবারকপুর-বারিকবাজার এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি পুকুরে উল্টে গেলে দুজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর থেকে ট্রাকচালক ও তার সহযোগী পলাতক। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সাজ্জাদ।