রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১২:৫৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৫:৪১ পিএম
ডুবে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। প্রবা ফটো
এক সপ্তাহের টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। রাঙামাটিতে বেড়াতে পর্যটকদের প্রধান আর্কষণ এ সেতুটি। এদিকে সেতুটি ডুবে যাওয়ায় আবারও ক্ষতির মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের।
জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে পানি বেড়ে গিয়ে সেতুর পাটাতনের থেকে ৬ ইঞ্চির ওপরে পানি উঠে যায়। ফলে শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে পর্যটনে প্রবেশের টিকিটও।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, উজানে পানি বেড়ে যাওয়ায় পর্যটক কমপ্লেক্সের ঝুলন্ত সেতুটি প্রায় ৬ ইঞ্চি পানিতে নিমজ্জিত হয়েছে। বর্তমানে দর্শনার্থীর নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুর ওপর চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্রুত পানি কমে গেলে আগের মতো আবারও দর্শনার্থীর জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
এদিকে রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজজাহের জানান, বর্তমানে হ্রদে ১০৫ দশমিক ৮৪ ফুট এমএসএল (মিন সি লেভেল) পানি রয়েছে। যা সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল। তবে এখনও পানি ছাড়ার কোনো চিন্তাভাবনা নেই।