× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ২০:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার আল-হেরা নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ আগস্ট) দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ সেলিম ঈদগাঁও উপজেলার সাতঘটিয়াপাড়ার ইউসুফ আলীর ছেলে। তার  স্ত্রীর নাম কামরুন নাহার।

তিনি জানান, শনিবার দুপুরে কোমর ব্যথাজনিত কারণে ডাক্তার দেখানোর কথা বলে বের হন তার স্বামী। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। স্বামীর ফোনে রবিবার দুপুরে ফোন করলে পুলিশ ফোনটি রিসিভ করে মৃত্যুর বিষয়টি জানায়। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসে স্বামীর পরিচয় শনাক্ত করেন তিনি।তাদের সংসারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

ওসি মো. রকিবুজ্জামান জানান, শনিবার এক নারীকে নিজের স্ত্রী পরিচয়ে হোটেলের ৩২৫ নম্বর কক্ষে উঠেন সেলিম। এরপর বরিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ রুম পরিষ্কার করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ‍পুলিশ মরদেহটি উদ্ধার করে। সঙ্গে আসা নারী পালাতক রয়েছে। হোটেল কর্তৃপক্ষের কাছে এই ব্যক্তির নাম ছাড়া আর কোনো তথ্য পাওয়া যায়নি। পরে এই ব্যক্তির ফোনে আসা একটি কলের সূত্র ধরেই পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং জানা গেছে নারীটি তার স্ত্রীও ছিল না।

তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি বলেন, ইতিমধ্যে হোটেলের সিসিটিভির ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা