প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৫:২৬ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরে ধ্বংস করা হলো ৫টি ড্রেজার মেশিন। নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার কাজে ব্যবহৃত এসব ড্রেজারের সঙ্গে শতাধিক পাইপও বিনষ্ট করা হয়েছে। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রায়পুরে ধ্বংস করা হলো ৫টি ড্রেজার মেশিন। নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার কাজে ব্যবহৃত এসব ড্রেজারের সঙ্গে শতাধিক পাইপও বিনষ্ট করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের কাটাখালী ব্রিজসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এগুলো বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ডাকাতিয়া নদী ও পানির ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করার পাঁচটি মেশিন ও শতাধিক পাইপ ধ্বংস করা হয়। অভিযানকালে সেখানে কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, বালু তোলার মেশিনগুলো ছিল দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মোল্লার। অভিযানকালে সেনা, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৫ জুলাই প্রতিদিনের বাংলাদেশের প্রিন্ট ও অনলাইন ভার্সনে ‘৫ কিলোমিটারে ৩০ ড্রেজার, ঝুঁকিতে ২০ হাজার মানুষ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।