× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক সাংসদ শিমুলের বিরুদ্ধে দুই মামলা

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১৫:২৫ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১৬:০২ পিএম

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ফাইল ফটো

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। ফাইল ফটো

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় দুটি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে প্রথম মামলায় শিমুলসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের নামে মামলা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।

দ্বিতীয় মামলায় শিমুলকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে হত্যা চেষ্টার মামলা করেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব।

সদর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলার এজাহারে ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে আদালতে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে সাগর, জাহিদ, কোয়েল, সেলিম, মিলন, সায়েম হোসেন উজ্বল, খোকন, মলয়, আমিনুল ইসলাম, কানন, সজিব, সবুজ, রাসু, মাহাতাব, সৌমেন, স্বপন, শিহাব, হৃদয়, আলিফ, জনি, সুমন, সুমন মৃধাসহ আরও ১০ থেকে ১২ জন প্রাইভেটকার ও হায়েস গাড়িতে করে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায়।

দ্বিতীয় মামলার এজাহারে সাইফুল ইসলাম আফতাব বলেন, গত বছরের ২৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে নিজ বাড়িতে ফেরার সময় নাটোর রেলস্টেশন এলাকার মামুন ফার্মেসির সামনে শিমুলের নির্দেশে সাগর, জাহিদুর, জামিল হোসেন মিলন, সায়েম হোসেন উজ্জ্বল, মলয় কুমার, আমিনুল ইসলাম আজম, কোয়েল, কানন, সেলিম, সজিব, সবুজ, মাহাতাব, সৌমেনসহ আরও ১০ থেকে ১২ জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথরোধ করে এলাপাতাড়ি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা