মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ০০:১৬ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১০:৪৯ এএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে কটিয়াদী মডেল থানায় পুলিশ ও ইসলামী আন্দোলনসহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় শেষে এ তথ্য জানান দলটির নেতারা। মতবিনিময়ের শুরুতে পীর চরমোনাইয়ের পক্ষ থেকে পুলিশের সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি দেওয়া হয়।
কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) সরোয়ার আলম ইসলামী আন্দোলনের অতীত কাজের প্রশংসা করে বলেন, ‘আপনারা সব সময়ই দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সুন্দর আদর্শ দেশ ও অপরাধমুক্ত সমাজ গড়তে আপনাদের সহযোগিতা পাব এটাই আমাদের চাওয়া। ভালো কাজে আমরাও আপনাদের পাশে থাকব।’
ইসলামী আন্দোলন কটিয়াদী উপজেলা সভাপতি মুফতি বরকত হোসাইন, সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবদুল কাদির বকুল, শিল্প ও কুটির বিষয়ক সম্পাদক শোয়েব ভূঁইয়া, অর্থ সম্পাদক কালাম খান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা উসমান শহিদী, মুজাহিদ কমিটির সহসভাপতি মুমিনুল্লাহ মল্লিক, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মুহা. শফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি মুহা. রাজিব মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা মুছা মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।