× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মিল ও বাড়িতে অগ্নিসংযোগ

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ২২:০৫ পিএম

শুক্রবার দুপুরে নরসিংদী পৌর শহরের শালিধা দক্ষিণ পাড়ায় হোসেন আলী টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রবা ফটো

শুক্রবার দুপুরে নরসিংদী পৌর শহরের শালিধা দক্ষিণ পাড়ায় হোসেন আলী টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রবা ফটো

নরসিংদী শহরের শালিধায় নিখোঁজের দুইদিন পর একটি ডোবা থেকে মো. রুবেল নামে এক টেক্সটাইল শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার জেরে হোসেন আলী নামের এক ব্যবসায়ীর বাড়ি ও টেক্সটাইল ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে নরসিংদী পৌর শহরের শালিধা দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে ।

নিহত শ্রমিক মো. রুবেল নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর এলাকার আকাশ মিয়ার ছেলে। তিনি শহরের চৌয়ালা এলাকার ইয়ামিন টেক্সটাইলে শ্রমিকের কাজ করতেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের পরিবার ও শ্রমিকরা জানান, গত মঙ্গলবার বিকালে চৌয়ালায় ইয়ামিনের একটি টেক্সটাইলে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে একজন শ্রমিক মারা যায়। এর পরদিন বুধবার বিকালে টেক্সটাইলগুলো বন্ধ রাখার জন্য বিভিন্ন টেক্সটাইলে যায় শ্রমিকরা। এ সময় শালিধা এলাকার হোসেন আলীর ফ্যাক্টরি বন্ধ করতে গেলে ওই ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে টেক্সটাইলগুলো বন্ধ রাখাতে চাওয়া শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে দেন সেনাবাহিনীর সদস্যরা।পরে শুক্রবার সকালে একটি ডোবা থেকে রুবেলের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে দুপুর ১২টার দিকে কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিক হোসেন আলীর ২টি টেক্সটাইল, ২টি গোডাউন ও ৫তলা একটি বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনা বাহিনীর সদস্যরা। এসময় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকরা জানায়, মিল বন্ধ রাখা নিয়ে হোসেন আলীর সঙ্গে শ্রমিকদের ঝামেলা হয়েছিলো। গত বুধবার হোসেন আলীর কারখানার শ্রমিকদের সঙ্গে মারামারির পর থেকে রুবেল নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে তার কারখানার শ্রমিকরা তাকে মেরে ডোবায় ফেলে রেখেছে। তাই লাশ পাওয়ার খবর পেয়ে কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিক হোসেন আলীর বাড়ি ও কারাখানায় আগুন লাগিয়ে দেয়।

বিকালে সরেজমিনে দেখা গেছে, ফ্যাক্টরিগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ভবনগুলো তখনও আগুনের প্রচুর তাপ রয়েছে। মেশিনসহ যন্ত্রপাতি,  শ্রমিকদের থাকার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। হোসেন আলীর ৫ তলা বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আসবাবপত্র ও এসি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।  এসব দেখতে তখন কয়েকশত মানুষ ভীড় জমায়। 

এই বিষয়ে জানতে চাইলে টেক্সটাইল ব্যবসায়ী হোসেন আলী জানান, ওই শ্রমিকের হত্যাকান্ডের বিষয়ে আমি কিছুই জানি না। তাকে কে বা কারা মেরেছে তা আমার জানা নাই। আজকে আমার দুইটি ফ্যাক্টরি, দুইটি গোডাউন ও ৫ তলা বাড়িতে আগুন দিয়েছে শ্রমিকরা।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাঈম ইবনে হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শ্রমিকরা আমাদের গাড়ি আটকিয়ে দেয়। পরে সেনাবাহিনীর সহায়তায় আমরা ঘটনাস্থলে গিয়ে নরসিংদী সদর, মাধবদী ও পলাশের ৬টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফ্যাক্টরির সব জিনিস পুড়ে গেছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, শালিধা এলাকার একটি ডোবা থেকে একজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা