× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা, ৩৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ২৩:৩৪ পিএম

বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার ঘটনা ঘটে। প্রবা ফটো

বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার ঘটনা ঘটে। প্রবা ফটো

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক মহানগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন।

এর আগে বুধবার (১৪ আগস্ট) হামলার ঘটনা ঘটে।

মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। যাদেরকে সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, ইয়াবা পাচারকারী ও বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা হয়।

আসামিরা হলেন- সাইফুল ইসলাম শিল্পী (৪৮), সালেহ নোমান (৪৮), মো. শাহনেওয়াজ (৫৫), আমিনুল ইসলাম (৪৫), আলমগীর নুর (৫২), আরিয়ান লেনিন প্রকাশ সুজয় বড়ুয়া (৩৫), মঈনুদ্দীন কাদেরী শওকত (৬৯), গোলাম মওলা মুরাদ (৪৬), মো. হাসান ফেরদৌস (৪৯), আবু সুফিয়ান (৪৭), নজরুল ইসলাম (৪৫), কামরুজ্জামান রনি (৪১), মনিরুল ইসলাম পারভেজ (৪০), এস এম আকাশ (৩৭), সাইদুর রহমান সাকিব (৩৫), মাসুদ পারভেজ টুটুল (৪৫), নুর মোহাম্মদ (৩৭), এসএম পিন্টু (৪০), মোস্তফা জাহেদ (৪০) ও ওয়াহিদ জামান (৫৫)।

এজাহারে বলা হয়, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম তথা দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। সাংবাদিক ও সংবাদকর্মীদের এটি একটি অন্যতম মিলনস্থল। দেশের জাতীয় গুরুত্বপূর্ণ অনেক ইতিহাসের সাক্ষী চট্টগ্রাম প্রেস ক্লাব। গত ১৪ আগস্ট আসামিরা দা, ছুরি, লাঠিসোটা, হাতুড়ি, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। দেশে পরিবর্তিত পরিস্থিতিতে নৈরাজ্য, ত্রাস সৃষ্টি ও লুটপাট চালানোর লক্ষ্যে সাইফুল ইসলাম শিল্পী, সালেহ নোমান ও শাহনেওয়াজের নেতৃত্বে অন্য আসামিরা প্রেসক্লাবের দিকে ছুটে এলে প্রেসক্লাবের কর্তব্যরত দারোয়ান মূল গেট বন্ধ করে তালা লাগিয়ে দেয়।

আসামিদের কয়েকজন গেট টপকিয়ে ভিতরে প্রবেশ করে হাতুড়ি দিয়ে তালা ভেঙ্গে ভবনে প্রবেশ করে। এরপর ভবনের চতুর্থ তলার ক্লাবে সামনের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ, মিডিয়া সেন্টার, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে রক্ষিত কম্পিউটার, সিসিটিভিসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে। হিসাব কক্ষে রক্ষিত প্রায় দেড় লক্ষ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ লুট করে নিয়ে যায় এবং ব্যাপক ত্রাসের সৃষ্টি করে।

লুটতরাজে বাধা দিতে গেলে তাদের হামলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হেলাল উদ্দিন সিকদার (৪৪), মো. গোলাম মর্তুজা আলীসহ (৪৭) প্রায় ২০ জন সাংবাদিক আহত হন। 

আসামিরা ক্লাবের সদস্যদের জিম্মি করে ক্লাবে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলেন, ‘যদি এসব বিষয় নিয়ে বেশি বারাবারি করে বা মুখ খোলে তাহলে তাদেরকে জানে মেরে ফেলবে।’

আসামিদের অনেকেই অনিবন্ধিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের নাম দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা, ব্ল‍্যাকমেইলের মাধ্যমে সাংবাদিক সমাজকে কলঙ্কিত করে চলেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রাম প্রেসক্লাবে কয়েক দফা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের এই ক্লাবটি দখলেরও চেষ্টা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা