ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৯:০২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৯:১৫ পিএম
ফেনী মডেল থানা থেকে লুট হওয়া পিস্তল বিক্রি করার সময় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। প্রবা ফটো
ফেনী মডেল থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাতে ফেনী শহরের শাহীন একাডেমি এলাকায় পিস্তলটি বিক্রি করার সময় উদ্ধার করা হয়।
এ সময় মো. রুবেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শাহীন একাডেমি এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে সরকার পতনের পর ফেনীর তিনটি থানা ও মহিপাল ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।