ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১৮:১৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১৮:৪২ পিএম
ফেনীতে ২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়। ছবি : ভিডিও থেকে নেওয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ফেনীতে ২৭ দিন বন্ধ থাকার পর চালু হলো আন্তঃনগর ট্রেন। এতে প্ল্যাটফর্মের কোলাহল, হকারের হাঁকডাক আর ট্রেনের হুইসেলে চিরচেনা রূপে ফিরেছে ফেনী রেলওয়ে স্টেশন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় ফেনী স্টেশনে আসে মহানগর এক্সপ্রেস। এ সময় যাত্রীরা কেউ এসে ট্রেনের বগিতে ডুকছে আবার কেউ বের হচ্ছে। বেশিরভাগ যাত্রীই পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
ফেনী থেকে ঢাকা-চট্টগ্রামে প্রতিদিন মহাসড়ক আর রেলপথ দিয়ে গড়ে ১৫ থেকে ২০ হাজার যাত্রী যাতায়াত করেন। এদের মধ্যে বেশিরভাগ যাত্রী নিরাপদ বাহন হিসেবে ট্রেন ব্যবহার করেন। দীর্ঘদিন পর চালু হওয়ায় খুশি যাত্রীরা।
শামীমুল হক নামে এক যাত্রী জানান, অনেক দিন ট্রেন বন্ধ ছিল। এখন চালু হয়েছে এতে আমি অনেক আনন্দিত। ট্রেনের মাধ্যমে আমার গন্তব্যে যেতে পারছি।
চাকরিজীবী সাইফুল ইসলাম বলেন, মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মানুষ তাদের ট্রেন ভ্রমণের স্বাভাবিক জীবনে ফিরেছে। কর্মস্থলে যাওয়ার সুযোগ হয়েছে।
ফেনী স্টেশন মাস্টার মীর মো. ইমাম উদ্দিন সেন্টু বলেন, ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রী সংখ্যা কম থাকলেও ট্রেনের কোন টিকিট খালি ছিল না। সবগুলো টিকিট বুকিং ছিল। যাত্রী উপস্থিতি কিছুটা কম। আমরা প্রচার চালাচ্ছি। দুয়েক দিনের মধ্যে আগের গতিতে ফিরবে।