× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে ঘরে ঢুকে দুই ছেলেসহ মাকে কুপিয়ে হত্যা

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪ ১০:২৩ এএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৪ ১০:৪৯ এএম

পঞ্চগড়ে ঘরে ঢুকে দুই ছেলেসহ মাকে কুপিয়ে হত্যা

পঞ্চগড়ের আটোয়ারীতে সেলিম শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৪ আগস্ট) রাতে বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার এবং ১২ বছরের ছেলে সৈকত ও ৯ বছরের ছেলে সায়হাম।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রী ও দুই ছেলের মরদেহ দেখতে পান সেলিম। তাদের রক্তাক্ত দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশ সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যান।

সেলিম শেখ বলেন, বোদা বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে তিনজনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহজাহান বলেন, এটি খুবই মর্মান্তিক। নির্মমভাবে ওই নারী ও তার দুই সন্তানকে হত্যা করা হয়েছে।

ওসি মুসা মিয়া বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন। তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা